
সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসৌগিকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের সৌদি কনস্যেুলেটে হত্যা করা হয়েছিল।এর মাস খানেক বাদেই আরেক ভিন্নমতালম্বী সৌদির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আলজাবরিকে হত্যার জন্য একটি দল কানাডায় পাঠিয়েছিলেন প্রিন্স সালমান।
সৌদি আরবের গোয়েন্দা সংস্থ্যার সাবেক এই শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের একটি আদালতে গেল বৃহস্পতিবার প্রিন্স সালমানসহ ১২জনের বিরুদ্ধে মামলা করেছেন।এই মামলাতেই এমন অভিযোগ করেছেন তিনি।
সৌদির এই সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বছরের খানেক আগে জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন কানাডায়। আর তাকে দেশে ফিরতে বাধ্য করতে তার দুই সন্তান ও এক ভাইকে আটক করেছে সৌদি সরকার। এখন তার সন্তানরা কোথায় আছেন তা সৌদি আরবের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।

প্রিন্স সালমান
সন্তানরা বন্দি অবস্থায় কেমন বা কীভাবে আছে এ বিষয়ে পরিষ্কার করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে। সৌদি আরবকে এ বিষয়ে বারবার অনুরোধও করা হয়েছে।
কানাডায় নির্বাচনে থাকা সাদ আল জাবরি অভিযোগ করেছেন তাকে হত্যা করতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে করা মামলায় কানাডায় স্বেচ্ছানির্বাসনে থাকা সাদ আলজাবরি অভিযোগে বলেন, জামাল খাসোগির মতো একইভাবে তাঁকে হত্যার জন্য কানাডায় একটি ‘হিট স্কোয়াড’ পাঠিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ। এখনো তাঁকে বিচার বহির্ভূতভাবে হত্যার চেষ্টা করছেন যুবরাজ। তাঁকে হত্যা করার কারণও জানিয়েছেন সৌদি আরবের এক সময়কার প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তা আলজাবরি।
তিনি বলেন, যুবরাজ সালমান তাঁকে মৃত দেখতে চান। কারণ, তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের খুবই ঘনিষ্ঠ। যুবরাজ সালমানের কুকর্মের বিষয়ে তিনি বেশ ওয়াকিবহাল। যুবরাজের কর্মকাণ্ডের তথ্য ফাঁস হয়ে গেলে ওয়াশিংটন ও রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হতে পারে। এতে মার্কিন সরকারের কাছে যুবরাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে।
আলজাজিরা বলছে — গত মাসে যুক্তরাষ্ট্রের চারজন সিনেটর মার্কিন সরকারের কাছে একটি চিঠি লিখেছিলেন। তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি চিঠি লিখে।
ওই চিঠিতে সাদ আল জাবরির আটক সন্তানদের মুক্ত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করার আহ্বান জানানো হয়।
সাদ আল জাবরি যুক্তরাষ্ট্রের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব লেজিস্লেটিভ অ্যাফেয়ার্সে ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী রায়ান এম কালদাহল চিঠিতে বলেন — অনেক বছর ধরে সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে কাজ করেছেন ড. সাদ আল জাবরি।
আমাদের মিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির বিষয়ে সার্বক্ষণিক তৎপর ছিলেন। তাই তার সন্তানদের সুস্থ থাকা, ভালো থাকার জন্য যুক্তরাষ্ট্রের কিছু করা উচিত।
২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতর খুন হন ওয়াশিংটন পোস্ট–এর কলাম লেখক সৌদি নাগরিক খাসোগি।
আলোচিত ওই হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদ সালমানের হাত রয়েছে বলে মনে করা হয়। ওই হত্যাকাণ্ডের দায়ে সৌদি আরবের ৫ কর্মকর্তার ফাঁসির আদেশ দেওয়া হয় গত বছর। চলতি বছর খাসোগির সন্তানেরা তাদের ক্ষমা করে দেন।
এই পাতার আরও খবর
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন