
নোয়াখালী-১ আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নির্বাচনের নামে জাতির সাথে প্রতারণা করেছে কমিশন। আওয়ামী লীগকে জেতাতে পুলিশ, প্রশাসন ও ইসি একাকার হয়ে গেছে বলেও অভিযোগ তার।
আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনে নিজ আসনের অনিয়ম ও ভোট কারচুপির বিষয়ে অভিযোগ জানান তিনি। পরে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে। নির্বাচনের নামে ভোটার ও জাতির সঙ্গে প্রতারণা করেছে। সংবিধান লঙ্ঘনের দায়ে এক সময় এ কমিশনের বিচার হবে। সংবিধান লঙ্ঘনের জন্য আমি নির্বাচন কমিশনের বিচার দাবি করছি। জাতির সঙ্গে প্রতারণার জন্য এ নির্বাচনে নির্বাচন কমিশন, সরকার ও আদালত এক হয়ে গেছে।
খোকন বলেন, এক মাস দেখেছি আওয়ামী লীগের লোকেরা তান্ডব করেছে। অস্ত্র প্রদর্শন করেছে। অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনে কয়েক বার আবেদন দিয়েছি।
কোনো পদক্ষেপ নেয়নি ইসি, কোনো ভূমিকা পালন করেনি। এমনকি নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তাকে ফোন করলেও তিনি ধরেননি বলে অভিযোগ করেন মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে পারেনি। সিল মারার খবর জানিয়েছি, টেলিফোন করেছি। কিন্তু কেউ রেসপন্স করেননি। ভোটের দিন সকালে নোয়াখালী-১ আসনের ১২৯টি কেন্দ্রের কোথাও বিএনপির এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি বলেও অভিযোগ তার।
কোন কোন কেন্দ্রে প্রবেশ করতে দিয়ে আবার বের করে দেয়া হয় বলেও কমিশনে অভিযোগ করেন খোকন। নির্বাচনের দিন বিএনপির ১৫০জন এজেন্ট ও কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন মাহবুব উদ্দিন খোকন। আহত কর্মীরা নোয়াখালী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন নোয়াখালী-১ ও সারা দেশে সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছে। ভোটের দিন সারা বাংলাদেশে একই চিত্র ছিল।
দেশে মুরগি চুরি করলে বিচার হয়। তাদেরও বিচার হবে।’ প্রতারক আখ্যা দেয়া নির্বাচন কমিশনে কেন অভিযোগ জমা দিলেন-এমন প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, অভিযোগ দিয়ে গেলাম। কারণ এটা দলিল হিসেবে থাকবে।
এই পাতার আরও খবর
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন