
হোয়াইট হাউসের আলোচিত সাবেক শিক্ষানবিশ মনিকা লিউনস্কিকে নিয়ে করা নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
দুই দশক আগে আগে মনিকা লিউনস্কির সঙ্গে যৌন কেলেঙ্কারির অভিযোগে অভিশংসনের মুখে পড়তে হয়েছিল এই সাবেক প্রেসিডেন্টকে।
গত চার জুন এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বিল ক্লিনটন বলেন, তিনি মনে করেন, যৌন কেলেঙ্কারির এই ঘটনায় তিনি যথেষ্ট ক্ষমা চেয়েছেন। এবং এ নিয়ে মনিকার কাছে তাঁর সরাসরি ক্ষমা চাওয়ার কিছু নেই।
কারণ, তিনি এ জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
আর এতেই তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।
এর পরদিন বিল নিজের বই ‘দ্য প্রেসিডেন্ট আ মিসিং’ এর প্রচারণার জন্য হাজির হন ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবেয়া’ এর অনুষ্ঠানে। সেখানে তিনি তাঁর আগের দিনের কথার ব্যাখ্যা দেন।
তিনি বলেন, ‘এখানে আমি বলতে চাই, এটা আমার জীবনের সুসময় ছিল না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কুড়ি বছর আগে যা ঘটেছে তা খুবই দুঃজনক।’
‘এ জন্য আমি আমার পরিবারের কাছে, মনিকা লিউনস্কি ও তাঁর পরিবারের কাছে, সর্বোপরি মার্কিন জনগণের কাছে ক্ষমা চেয়েছি। আজ আমি মনে করি, আমি ঠিক কাজটি করেছিলাম।’
‘তাহলে এখন নতুন করে কেন এমন প্রসঙ্গ উঠবে, বলুন তো?’
তখন প্রশ্নকর্তা বলেন, আপনি লিউনস্কির কাছে সরাসরি ক্ষমা চেয়েছিলেন?
বিল বলেন, ‘নাহ।ওই ঘটনা পর আমি আর কখনও লিউনস্কির মুখোমুখি হইনি।তবে আমি ক্ষমা চেয়েছিলাম।প্রকাশ্যে।জনতার সামনে। আমি মনে করি, এটাই ঠিক কাজ ছিল।’
মনিকা লিউনস্কি ২০১৪ সালে জনপ্রিয় সাময়িকী ভ্যানিটি ফেয়ারে নিজের জবানে পুরো চার হাজার শব্দের একটি কাহিনী লেখেন।
সেখানে তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন তাঁর কাছ থেকে সুযোগ নিয়েছিল।
তবে, দু’জনের সম্মতিতেই তা হয়েছিল বলে জানান তিনি।
ওই সময় ক্ষমতাবান প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য সবাই এই তরুণীকেই দোষারোপ করেছিল। তবে অপমান কম সইতে হয়নি বিলকে ।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন