
রিডার ফাইল ছবি
আজ তাঁর পরনে ছিল হালকা গোলাপী রঙের শিফন শাড়ি।পায়ে সাদা জুতো। কারাগারের ভেতর অস্থায়ী এজলাসে হুইল চেয়ারে আসা বেগম খালেদা জিয়ার মুখে ক্লান্তি আর বিষন্নতা ছাপ বড় স্পষ্ট ছিল।
গত ৮ ফেব্রুয়ারি দন্ডিত হওয়ার পর বিএনপি চেয়ারপারসনকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।যার ৫৯ দিনের মাথায় তাঁকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
বুধবার কারাবন্দী থাকার ৬ মাস ২৪ দিনের মাথায় হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে কারাগারের ভেতরে স্থাপিত আদালতে নেওয়া হয়।এ কয়দিন ‘অসুস্থতার কারণে’ তাঁকে আদালতে হাজির করা যায়নি।
যে কারণে জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় যুক্তিতর্কের শুনানি শেষ করতে এই বিশেষ এজলাসের ব্যবস্থা করেছে সরকার।তবে প্রথমদিন খালেদা জিয়ার কোন আইনজীবীকে আদালতে দেখা যায়নি।
কারাগারের ভেতরে এক সময়ের ডে কেয়ার সেন্টার হিসাবে ব্যবহৃত কক্ষ এখন খালেদার কারা কক্ষ। সেই কক্ষ থেকে দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়াকে চার নারী কারারক্ষি হুইল চেয়ারে করে আদালতে নিয়ে আসেন। তাঁর গৃহকর্মী ফাতেমাও তাঁর সঙ্গে এজলাস কক্ষে আসেন। এসময় বুক থেকে পা অবদি সাদা চাদরে ঢাকা ছিল।
এর পর পরই খালেদা এজলাস কক্ষে থাকা বিএনপিপন্থী আইনজীবী পর্যবেক্ষক গোলাম মোস্তফা খানকে কাছে ডেকে নেন।মিনিট খানেক কথা বলেন।
পাঁচ মিনিট বাদে বিচারক এজলাসকক্ষে আসেন।বুধবার আসামী পক্ষের আইনজীবীরা না থাকায় যুক্তিকতর্কের শুনানি হয়নি।
আজ হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় শুধু ডান হাত নাড়াতে দেখা গেছে।আর তাঁর কন্ঠে ছিল বিচার কার্যক্রম নিয়ে অবিশ্বাস আর ক্ষোভ।শুনানির সময় মাঝেমধে স্বভাবসুলভভাবে ডান হাত চোয়ালে সাবেক এই প্রধানমন্ত্রী।
বিচারক এজলাসে ওঠার পর দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল সূচনা বক্তব্য রাখার পর ঢাকা বারের সভাপতি গোলাম মোস্তফা খান কথা বলেন।
আইনজীবীরা যখন কথা বলছিলেন এর মধ্যে মাঝে মাঝে টিস্যু দিয়ে মুখ মুছতে দেখা গেছে খালেদাকে। এসময় তাঁর শরীর মৃদ কাঁপছিল। বেশিরভাগ সময়টা তাঁকে ক্ষুব্দ ভঙ্গিতে মাটির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
একপর্যায় খালেদা কথা বলতে চান।তার কথা শুনতে এগিয়ে যান কাজল ও গোলাম মোস্তফা।
তিনি বলেন, ‘আমার আইনজীবীদের কেউ তো এখানে নাই।আমার শারীরিক অবস্থা ভাল না। ডাক্তার বলেছেন, এভাবে বেশিক্ষণ বসে থাকলে, পা ঝুলিয়ে রাখলে পা ফুলে যেতে পারে।হাতেও প্রচন্ড ব্যাথা।এ অবস্থায় আদালত চলতে পারে না।’
বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার যতোদিন ইচ্ছা সাজা দিন।আমি এ অবস্থায় বার বার আসতে পারবো না।’
এরপর বিচারপ্রক্রিয়া নিয়ে বলেন, ‘সাজাইতো হবে, ন্যায় বিচার নাই এখানে।’
বেলা ১২:৪০ মিনিটে আদালত থেকে কারাকক্ষে বের হওয়া সময় তিনি বলেন, ‘এখানে আদালত হওয়ার সিদ্ধান্ত হয়েছে সাতদিন আগে। মঙ্গলবার কেন গেজেট জারি হল? আদালত বসলো, আমার সিনিয়র আইনজীবীরা জানে না।তাহলে আদালত কী করে চলবে?’
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘আমার বা পা ঠিকমতো রাখতে পারছি না।প্যারালাইজড হয়ে যাওয়ার মতো। বা হাতেও অনেক ব্যাথা।’
আদালতে কার্যক্রম সব মিলিয়ে আধ ঘন্টা চলে।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল, রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু, শাহ আলম তালুকদার ও তাপস কুমার পাল উপস্থিত ছিলেন।
এই পাতার আরও খবর
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন