
আজ যাঁরা হা-পিতাশ করছেন, তাঁরাই দুঃসময়ে অধস্তনদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জেরে উঠে আসা বি-টাউনের স্বজনপ্রীতি নিয়ে কাটাছেঁড়ার মাঝে নিজের ব্লগে এমনই তোপ দাগলেন আরেক অভিনেত্রী রিচা চড্ডা।
গত ১৪ জুন ভারতের মুম্বাই শহরের বান্দ্রা এলাকায় নিজের বাসভবনে আত্মহত্যা করেন ‘কাইপোছে’ খ্যাত অভিনেতা সুশান্ত। তাঁর মৃত্যুতে শোকবহল বি-টাউন।
অভিনেতা ও কলাকুশলীদের সন্তানদের বলিউডে বিশেষ সুযোগ দেওয়া হয় বলে ইতিমধ্যে অনেকেই মুখ খুলেছেন, আবার তাঁদের বিরোধিতা করে মত প্রকাশের লোকও কম নেই।
রিচা তাঁর ব্লগে লিখেছেন — বলা হচ্ছে যে, ইন্ডাস্ট্রিতে ঘরের লোক ও বহিরাগতদের মধ্যে বিভাজন রয়েছে। আমার মতে, হিন্দি ছবি ও তাকে ঘিরে গোটা পরিমণ্ডল দয়ালু ও নির্দয় মানুষে বিভক্ত।
তিনি লিখেছেন — বংশের প্রথম সদস্য হিসেবে যে স্বল্প সময় এখানে কাটিয়েছি, আমার হিসেবে তাতে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি এক চক্রের মতো কাজ করে। যারা মনে করেন, যা কিছু করে পার পাওয়া যাবে, তারা শয়তান। যাঁরা আজ দুঃখে কাতর, আগে তাঁরাই অধস্তনদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন।
বলিউডি পক্ষপাতিত্ব সম্পর্কে তিনি সোজাসুজি বলেছেন, ‘পক্ষপাতিত্ব শব্দটা শুনলেই হাসি পায়। আমি স্টারেদের সন্তানদের মোটেই ঘৃণা করি না। কেনই বা করব? কারও বাবা যদি স্টার হন, তাহলে সে পরিবারে জন্মানোর জন্য কি কারও নিজের বাবা-মা সম্পর্কে লজ্জিত হওয়া উচিত? আমরা কি আমনাদের বাবা-মা-কে নিয়ে লজ্জা পাই? এই তর্ক ঘৃণ্য ও নির্বোধ। আমি এই পেশায় স্বয়ংসিদ্ধা, তা বলে কি আমার সন্তানদের লজ্জিত হওয়া উচিত?’
প্রায় এক দশক আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়েও জানিয়েছেন রিচা। তাঁর কথায়, ‘আমরা একই নাটকের দলে ওয়ার্কশপ করেছি। সেই সময় আমি আন্ধেরিতে এক বন্ধুর সঙ্গে ছোট্ট একটি ফ্ল্যাটে থাকি। রিহার্সালে যাওয়ার জন্য সুশান্ত আমাকে তার বাইকে রাইড দিত, তার জন্য আমি কৃতজ্ঞ। গরিব বা দেউলিয়া না হলেও টাকা এক বড় চিন্তার বিষয় ছিল স্বীকার করতে বাধা নেই।
অ্যাড অডিশনে যাওয়ার সময় অটোরিকশায় বসে ভাবতাম, পৌঁছানোর আগে আমার মেকআপ না গলে যায়! এটা কোনও স্টার-সন্তানকে কখনও ভাবতে হয় না। তবে যদি কখনও এমন ঘটে, তবে অটোরিকশায় সফর করার জন্যই তাদের সাধারণ জীবনযাপনের প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে। আবার এই কারণে তাদের ওপর আমার কোনও রাগও নেই।
রিচার দাবি, যাঁরা সুবিধা পেয়ে থাকেন, তাঁরা তা উপলব্ধি করতেই পারেন না। তাই এই নিয়ে তর্কাতর্কি অর্থহীন বলেই তাঁর মনে হয়। তাঁর মতে, ‘সুবিধা পাওয়ার অধিকারের মুখোমুখি না হয়ে তাই নিয়ে সাম্যের দাবিতে তর্কের অবকাশ নেই। কারও মৃত্যুর জন্য সুবিধাভোগীদের দায়ী করা অথবা অভিনেত্রীদের ধর্ষণ করার ডাক দিয়ে কোনও উদ্দেশ্য সাধন হবে না।
সুশান্তের মৃত্যুর পরে তাঁর বন্ধুদের ঘৃণাপূর্ণ মেসেজ পাঠানো নিয়ে হতাশা প্রকাশ করে রিচা লিখেছেন — শোক ও বিস্ময় প্রকাশে আমাদের দলগত মতপ্রকাশের বহর দেখে আমি হতাশ। মানুষ কতো নীতে নামতে পারে, তা এই সব মন্তব্যগুলো দেখে বোঝা যায়।
তিনি লিখেছেন, প্রয়াত অভিনেতার কয়েক জন ফ্যানের প্রোফাইল ঘেঁটে আমি অবাক হয়েছি। এখন যাঁরা শোকপ্রকাশ করছেন, একটা সময় সুশান্তের অবস্থানের কারণে এরাই তাঁকে নোংরা ভাষায় গালিগালাজ করেছিল। এখন আবার তারাই সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে বন্ধুদের তাঁর পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলছে। এ যেন মাছের মায়ের কান্না!
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন