
রিডার::ঢাকা
রাজনৈতিক হিংসার কারণে তাকে অপহরণ করা হয়েছে বলে সন্দেহ করছেন রাজধানীর লালমাটিয়া থেকে অপহরণের পর পূর্বাচলে উদ্ধারকৃত আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকার।
অপহরণকারীরা গাড়ির ভেতরে দু‘টি সাদা স্ট্যাম্পে ইংরেজি ও বাংলায় দু‘টি সাক্ষর নিয়ে রেখেছে বলে জানালেন কুমিল্লার তিতাস উপজেলার সাবেক এই চেয়ারম্যান ।
তিনি বলেন, ‘অপহরণকারীরা আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে নাকে একটি রুমাল ধরে, এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন তারা আমাকে আমাকে গাড়ির ভেতরে দু’টি সাদা স্ট্যাম্পে ইংরেজি ও বাংলায় দু’টি সাক্ষর নেয়। তবে কেন এই সাক্ষর নিয়েছে আমি বুঝছি না।’
আজ শনিবার পারভেজ লালমাটিয়ার সি ব্লকের বাসার নিচে এ তথ্য জানান।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর লালমাটিয়া এলাকার মিনার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হওয়ার পর অপহৃত হন পারভেজ সরকার।
দুপুর পৌনে দুইটার দিকে লালমাটিয়ার সি ব্লকের ২৭ নম্বর সড়কে নিজ বাসার সামনে থেকে একটি পাজেরোতে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে পারভেজ সরকারকে অপহরণ করে যে পাজেরো গাড়িতে তুলে নেওয়া হয়েছিল, তার নম্বর প্লেটটি ছিল ভুয়া।
আজ শনিবার পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পারভেজ সরকারকে যে পাজেরো গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, তার নিবন্ধন নম্বরটি ছিল ভুয়া।.. এই ঘটনা িখতিয়ে দেখা হচ্ছে।’
অপহরণের বিষয়ে পারভেজ এখনো পুলিশকে কিছু জানাননি বলে এই পুলিশ কর্মকর্তা বলেন। এমনকি পারভেজের পক্ষ থেকে কোনো মামলাও হয়নি।
পারভেজকে যে পাজেরোতে তুলে নেওয়া হয়, সেটির নম্বর প্লেটে লেখা ছিল ঢাকা মেট্রো ঘ ১৪-২৫৭৭। বাসার কাছের নিরাপত্তা কর্মীরাও তা লক্ষ্য করেছে।
রাত ১০ পর পারভেজ ফোন করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। রাজধানীর ৩০০ ফুট এলাকা থেকে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে ।
এই মুহুর্তে পড়া হচ্ছে
গুজবে কান দিয়ে রংপুরের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শহিদুন্নবী জুয়েল আদতে ধর্মভিরু... আরও পড়ুন
নভেম্বরের শুরুতেই নয়া প্রেসিডেন্ট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকযোগে আগাম ভোট শুরু হয়েছে চলতি মাসে। এরই... আরও পড়ুন
হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বহিস্কৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ... আরও পড়ুন
টানা দশ ঘণ্টা রাশিয়ার রাজধানী মস্কোতে বসে আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির... আরও পড়ুন
হঠাৎ করে ধর্ষণ বেড়ে যাওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে উদ্বিগ্ন আমজনতা। চলছে আন্দোলনও। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তি... আরও পড়ুন
প্রায় চার মাস বাদে পদ্মা সেতুর ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান... আরও পড়ুন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে... আরও পড়ুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার... আরও পড়ুন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটির ঐতিহ্য অনুযায়ী নির্বাচনী বিতর্ক... আরও পড়ুন
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের... আরও পড়ুন
মন্তব্য করুন